অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির উপায়

অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির উপায় নিয়ে আজকের এই ব্লগ পোষ্টটি সাজানো হয়েছে। শীত পড়তে না পড়তেই ত্বকের হাজারো সমস্যা পিছু নেয়। ত্বক প্রাকৃতিক আদ্রতা হারিয়ে হয়ে যায় রুক্ষ এবং শুষ্ক। আবার গ্রীষ্মকালেও দ্রুত ঘাম শুকানোর কারণে প্রাণহীন ও আঠালো দেখায়। দিনের বেলায় রোদ্রের তাপ ,ময়লা ও ধূলোবালির মুখোমুখি হওয়ার পর রাত হচ্ছে সেই সময় যখন আমাদের ত্বক নিজেকে ঠিক করে। 
এমন সময়ে অর্থাৎ ঘুমানোর ঠিক আগে মুহূর্তে যদি আপনি আপনার ত্বক ও চেহারার একটু যত্ন নিতে পারেন তাহলে আপনার ত্বক এবং চেহারার উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে। আপনার ত্বক হবে লাস্যময়ী ,উজ্জ্বল ও প্রাণবন্ত । বাজারে পাওয়া দামি দামি নাইট ক্রিমের পরিবর্তে যদি আপনি প্রাকৃতিক উপায়ে নাইট ক্রিম তৈরী করে তা ব্যবহার করতে পারেন তবে তা আপনার জন্য আরো বেশি উপকারী হবে এবং সেই সঙ্গে জেল্লাও হবে দেখার মতো। 

সূচিপত্র ঃঅ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির উপায়


অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির উপায় 

অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির বেশ কয়েকটি উপায় রয়েছে এবং ক্রিম তৈরির জন্য যে সকল উপকরণ প্রয়োজন হবে তা আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরছি। শুধুমাত্র আপনি ধর্য্য ধরে পড়তে থাকুন আর শিখে নিন রূপ চর্চার গোপন রহস্য।

১নং পদ্ধতি

এই পদ্ধতিতে ক্রিম তৈরীর জন্য প্রয়োজন হবে 
  •  হালকা কুসুম গরম পানি। 
  • কেশর লাগবে ১ চিমটি।  
  • ২ টি ভিটামিন ই ক্যাপসুল।
  • ১ টেবিল চামুচ গোলাপজল। 
  • ১ টেবিল চামচ আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল। 
  • পরিমাণমতো অ্যালোভেরা জেল।  
ক্রিম তৈরীর পদ্ধতিঃ অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির জন্য প্রথমে হালকা কুসুম গরম পানিতে ১ চিমটি কেশর ভিজিয়ে রেখে দিন। অপরদিকে পরিমাণমতো অ্যালোভেরা জেল, ১টেবিল চামচ পরিমান মতো আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল এবং ২টি ভিটামিন ই ক্যাপসুল একসাথে মিশিয়ে বেটে নিন বা ব্লেন্ড করে নিন। এরপর ব্লেন্ড করা শেষ হলে এতে কেশর ভিজানো কুসুম গরম পানি মিশিয়ে নিন। 
এরপর সর্বশেষে ১ টেবিল চামুচ গোলাপজল উক্ত মিশ্রণে ঢেলে দিন। এরপর আরো কিছুক্ষন ব্লেন্ডার মেশিনের সাহায্য মিশ্রনটি ব্লেন্ড করে নিন। ব্যাস তৈরী হয়ে গেলো অ্যালোভেরা জেল দিয়ে ম্যাজিকাল নাইট ক্রিম। এরপর মিশ্রনটি ঘন হয়ে আসলে কাঁচের জার বা পাত্রে ঢেলে সংরক্ষণ। 

২নং পদ্ধতিঃ

এই পদ্ধতিতে ক্রিম তৈরীর জন্য প্রয়োজন হবে :
  • এসেনসিয়াল অয়েল 
  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল। 
  • ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল। 
  • ৪ ফোঁটা প্রিমরোজ অয়েল । 
ক্রিম তৈরীর পদ্ধতিঃ এই পদ্ধতিতে অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির জন্য ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল ও ৪ ফোঁটা প্রিমরোজ অয়েল এর সাথে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল খুব ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাস তৈরী হয়ে গেলো অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম। এরপর এটিকে কাঁচের পাত্রে সংরক্ষণ করুন। 

৩নং পদ্ধতিঃ

এই পদ্ধতিতে ক্রিম তৈরীর জন্য প্রয়োজন হবে :
  • ১ চা চামচ পরিমান ভিটামিন ই তেল। 
  • ১ চা চামচ পরিমান মধু। 
  • ১ টেবিল চামচ নিম পাতা বাটা। 
  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল। 
ক্রিম তৈরীর পদ্ধতিঃ এই পদ্ধতিতে প্রথমে নিম পাতা গুলো ভালো করে ধুয়ে বেটে নিন এরপর বাটা নিম পাতার সাথে মধু ,ভিটামিন ই তেল এবং অ্যালোভেরা জেল কে একসাথে মিশিয়ে নিন। এমন ভাবে মিশ্রণ তৈরী করুন যেন কোনো উপাদান আলাদা না থাকে।
 
একটি অপরটির সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে কিছুক্ষন ভালো করে মিশ্রণটি নাড়তে থাকুন।অর্থাৎ মিশ্রণটি মসৃন না হয় পর্যন্ত নাড়তে থাকুন। এরপর এটিকে কাঁচের পাত্রে বা বাসনে সংরক্ষণ করুন। 

৪ নং পদ্ধতিঃ

এই পদ্ধতিতে ক্রিম তৈরীর জন্য প্রয়োজন হবে :
  • ১  চামচ গ্লিসারিন। 
  • ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল।
  • ২ টেবিল চামুচ গোলাপজল। 
  • ২ টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস। 
ক্রিম তৈরীর পদ্ধতিঃ এই পদ্ধতিতে ক্রিম তৈরীর জন্য ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপর এর সাথে ১ চামচ গ্লিসারিন মেশাতে হবে। এই দুই উপকরণ কে একসাথে মিশিয়ে আবার ভালো করে ব্লেন্ড করতে হবে।
 
এরপর উক্ত মিশ্রনে ২ টেবিল চামুচ গোলাপজল ও ২ টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে আবারও ব্লেন্ড করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটি ক্রিমে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে ব্লেন্ড করতে হবে। এরপর ক্রিমে পরিনত হয়ে গেলে তা কাঁচের পাত্রে বা শিশিতে ঢেলে ফ্রিজে রেখে দিন।এখানে বলে রাখা ভালো যে , এই মিশ্রণটি আপনি ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 

অ্যালোভেরা জেল তৈরীর নিয়ম 

অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির জন্য আপনার বাসায় বা আপনার হাতের নাগালেই যদি অ্যালোভেরার গাছ পাওয়া যায় তবে আপনি খুব সহজেই নিজের হাতেই অ্যালোভেরা জেল তৈরী করতে পারবেন। এজন্য আপনার হাতের কাছে পাওয়া অ্যালোভেরার গাছে থেকে ফ্রেশ ও পরিষ্কার এবং একই সাথে সবুজ রঙের পাতা গুলো বেছে বেছে পরিমান মতো কেটে নিন।
 
এরপর অ্যালোভেরা ডগার ধারগুলো কেটে নিন এবং ছোট ছোট চারকোনা করে টুকরো করে নিন। এরপর এই টুকরোগুলো থেকে চামচ বা অন্যকিছু দিয়ে জেল গুলো বের করে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিন। এখন এই জেল গুলোকে ব্লেন্ডার মেশিন বা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিহি করে নরম পেস্ট বানিয়ে নিন। ব্যাস তৈরী হয়ে গেলো আপনার জাদুকারি অ্যালোভেরা জেল।
এখানে উল্লেখ্য যে ,আপনার বাসায় বা হাতের কাছে অ্যালোভেরার গাছ না থাকে তবে আপনি বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যয় স্বচ্ছ অ্যালোভেরা জেলের কৌটা কিনবেন।

রাতে এলোভেরার ব্যবহার 

অ্যালোভেরার তৈরি নাইট ক্রিম রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যেকোন ফেসওয়াশ দিয়ে সমস্ত মুখমন্ডল এবং গলা ধূয়ে নিবেন। এরপর পরিমান মতো ক্রিম মুখে ও গলায় মাখুন এবং হাতের তালুর সাহায্য হালকা করে ম্যাসাজ করুন। এতে করে ক্রিমের পুষ্টি আপনার ত্বকের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। আপনি চাইলে এই ক্রিম ঘাড়েও মাখতে পারেন। এরপর সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
আপনি যদি এই ক্রিম প্রতিদিন ব্যবহার করতে থাকেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনার ত্বক প্রাকৃতিক ভাবেই উজ্জ্বল ফর্সা আর চকচকে হচ্ছে। তাই আমার পরামর্শ আপনি ধর্য্য ধরে ব্যবহার করতে থাকুন এবং দেখতে থাকুন অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিমের চমক।                 

ত্বকের পরম বন্ধু এলোভেরা

অনেক কাল আগে হতেই ত্বকের চিকিৎসায় বহুল ব্যবহত একটি ভেষজ উপাদান হচ্ছে অ্যালোভেরা। এটি আপনার ত্বকের আদ্রতাকে ধরে রাখে এবং একই সাথে ত্বককে  রাখে টান টান। ফলে অকালে বুড়িয়ে যাওয়া থেকে আপনি থাকবেন নিরাপদ। যদি আপনার মুখে ব্রণের গর্ত থেকে থাকে তাহলে অ্যালোভেরা হতে পারে আপনার ত্বকের পরম বন্ধু। 

অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যামিনো এসিড যা আপনার ত্বকের ক্ষতকে সারিয়ে তুলে আপনাকে করবে লাবণ্যময়।এটি ত্বকের জ্বালা-পোড়া ও চুলকানি নিরাময় করার রয়েছে দারুন ক্ষমতা। এছাড়াও এতে রয়েছে অ্যানটি অক্সিডেন্ট যা আপনার ত্বকের টক্সিনকে বের করে দেয়।
 

অ্যালোভেরার তৈরি নাইট ক্রিমের উপকারিতা

  • এই নাইট ক্রিম সারারাত ধরে আপনার ত্বকের গভীরে ময়েশ্চার পৌছে দেয়, যার ফলে ত্বকের ভিতরের অংশে পুষ্টির জোগান দিয়ে ত্বকে নতুন কোষ তৈরীতে সাহায্য করে। 
  • কোলাজেনের মাত্রাকে বাড়িয়ে দেয় যার কারণে আপনার ত্বকের টান টান ভাব বজায় থাকে। চামড়া জড়ো হওয়া বা কুচকিয়ে দূর করে। 
  • ব্রণ ও ব্রনের দাগ কমাতে এবং একই সাথে ব্রনের দ্বারা তৈরি হওয়া ত্বকের ক্ষত বা গর্ত দূর করতে সাহায্য করে। 
  • রোদে পুড়ে যাওয়া ত্বক বা ত্বকের জ্বালাপোড়া ভাব কমাতে এই ক্রিম সাহায্য করে। 
  • এই ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বকের বলি রেখা ও সূক্ষ্ণ রেখা কমাতে সাহায্য করবে। 
এটি ত্বক থেকে অতিরিক্ত তেল ও ময়লাকে দূর করে ত্বককে রাখে সতেজ ,উজ্জ্বল এবং প্রাণবন্ত ।

যারা এই ক্রিম ব্যবহার করবেন না 

গর্ভবতী নারী এবং স্তন্য দানকারী নারীদের কেশর ব্যবহার করা ঠিক হবে না। তাই এই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আবার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের ত্বক অধিক সংবেদনশীল তারও এই ক্রিম ব্যবহার করবেন না। ব্যাক্তি এবং ত্বকের ধরণ অনুযায়ী উপরোক্ত মিশ্রনগুলো ভিন্ন ভাবেও কাজ করতে পারে। যদি আপনার ত্বক খুব বেশি স্পর্শকাতর হয় তাহলে প্রথমে অল্প পরিমানে ব্যবহার করে দেখুন।কোনো সমস্যা হলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। 
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে , এই আর্টিকেলের তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য লিখা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। তথ্য ব্যবহারজনিত কোনো ক্ষতির জন্য লেখক বা ওয়েবসাইট দায়ী নয়।

শেষ কথা

প্রিয় পাঠক অ্যালোভেরা জেল দিয়ে নাইট ক্রিম তৈরির উপায় শিরোনামে লিখা পোস্টে আমি চেষ্টা করেছি ৪ টি ক্রিম তৈরির উপায় আপনাদের কাছে বর্ণনা করার। এই ৪টি পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি আপনার কাছে সহজ মনে হবে এবং উপকরণগুলো পাওয়াও সহজলভ্য হবে আপনার কাছে।  আপনার জন্য সেই পদ্ধতিটি বেছে নেওয়া সবচেয়ে উত্তম। 

তবে আমি আপনাদের জন্য পরামর্শ দিবো ৩নং পদ্ধতিটি ফলো করার। কারণ এটি তৈরী করা সহজ এবং উপকরণগুলো খুব সহজেই হাতের নাগালেই পাওয়া যায়। আমি আরেকটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি। বিষয়টি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আপনি খুব সহজেই যেকোনো ফার্মেসী পেয়ে যাবেন। আপনাদের কাছে এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যয় আপনার পরিচিত জনের সাথে শেয়ার করবেন। এই পোস্টের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যয় কমেন্টস করে জানাবেন।

ধন্যবাদ ।  

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগ টু বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Abu Saleh
Md. Abu Saleh
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।