Nabumet 500 এর কাজ কি
Nabumet 500 এর কাজ কি এর কাজ কি সম্পর্কিত আর্টিকেলটিতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন nabumet ট্যাবলেট কি রোগের চিকিৎসায় ডাক্তার-গণ দিয়ে থাকেন এটি কিভাবে সেবন করলে ভালো ফলাফল পাবেন ও এটি ব্যবহারের সঠিক নিয়মসহ আরও জানতে পারবেন যে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এ সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আপনাদের জন্য।
তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন। আপনারা যদি আর্টিকেলটি সম্পূর্ণ না পড়েন তবে নাবুমেট ৫০০ ট্যাবলেট সম্পর্কিত অনেক তথ্য আপনাদের অজানা থেকে যাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে নাবুমেট এর কাজ কি জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ Nabumet 500 এর কাজ কি
- Nabumet 500 এর কাজ কি
- Nabumet 500 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
- Nabumet 500 bangla
- Nabumet 750 এর কাজ কি
- Nabumet 1000 এর কাজ ও ব্যবহার
- nabumetone 500 bangla কাজ ও ব্যবহার পদ্ধতি
- nabumetone 500 price in bangladesh
- নাবুমেটোন সেবনে সতর্কতা
- শেষকথাঃ Nabumet 500 এর কাজ কি
Nabumet 500 এর কাজ কি
Nabumet 500 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
Nabumet 500 bangla
Nabumet 500 bangla এটি একটি প্রো ড্রাগ। যা দেহের অভ্যন্তরে প্রবেশ করার পরে সক্রিয় রূপে পরিণত হয়। অন্যান্য (NSAID) এর চাইতে একটি পাকস্থলীর ওপরে কিছুটা কম বা অপেক্ষাকৃত কম ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে বলে মনে করা হয় এবং এটি মুখের দ্বারা পানি দিয়ে সেবন করা হয়।
এই ওষুধটি ১৯৮০ এর দশকে বিকশিত হয় এবং ১৯৯১ সালের দিকে চিকিৎসার উদ্দেশ্যে এটি ব্যবহার শুরু হয়। এটি নন এসিডিক প্রো ড্রাগ হিসাবে উৎপন্ন করা হয়েছিল যার আসল উদ্দেশ্যই ছিল প্রচলিত (NSAID) গুলোর গ্যাস্ট্রোইন্টাল পার্শ্ব প্রতিক্রিয়া গুলোকে কমানো।
যাইহোক একটি ব্যবহারের মূল কারণ হচ্ছে হাড়ের জয়েন্টের ক্ষয় রোগের কারণে তৈরি হওয়া ব্যথা ও প্রদাহ চিকিৎসা। এছাড়াও এটি ব্যবহার করা হয় রিউমাটয়েড আথাইটিসের লক্ষণ উপশম করার জন্য। আবার এটি অনেক সময় অন্যান্য প্রদাহ জনিত অবস্থা যেমন পেশী বা হাড়ের ব্যথার স্বল্পমেয়াদি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে।আশা করা যায় Nabumet 500 bangla বা Nabumet 500 এর কাজ কি তা আপনারা বুঝতে পেরেছেন।
Nabumet 750 এর কাজ কি
নাবুমেট ৭৫০ এর কাজ কি এর জবাবে বলা যায় এটি হচ্ছে মূলত বাত জনিত ব্যথা, ভোলা ভাব এবং শক্ত হওয়া কমাতে ব্যবহার করা হয়। Nabumet 750 এতে সাধারণত Nabumetone 750 mg থাকে। এটি একটি (Non-steroidal Anti inflammatory Drug) যা সংক্ষেপে (NSAID) নামে পরিচিত। এছাড়াও Nabumet 750 এর কাজ হচ্ছে জয়েন্ট স্টিফনেস কমাতে সাহায্য করে এবং সোয়েলিং বা ফোলা ভাব কমাতেও কাজ করে থাকে। এর আসল বা মূল কাজই হচ্ছে ব্যথা ও প্রদাহকে কমানো।
Nabumet 750 উপরোক্ত কাজ ছাড়াও আরো যে সকল রোগে এগুলো বেশি ব্যবহার করা হয় তা হচ্ছে অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, পিঠের ব্যথা, মাংসপেশীর ব্যথা এবং গাঁটের ব্যথায় ব্যবহার করা হয়ে থাকে। নাবুমেট ৭৫০ মূলত যেভাবে কাজ করে তা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক কে কমিয়ে দেয় যার ফলে শরীরের ফোলা ভাব, জ্বর এবং ব্যথা কমাতে সাহায্য করে। অর্থাৎ Nabumet 750 শরীরের অভ্যন্তরে গিয়ে লিভারে সক্রিয় হয় ও কক্স টু এনজাইম বন্ধ করে পোস্টাগ্ল্যান্ডিন কে কমায় যার ফলে ব্যথা, প্রদাহ ফোলা ভাব কমে আসে।
Nabumet 1000 এর কাজ ও ব্যবহার
এটি ব্যবহারের মূল উদ্দেশ্যই হচ্ছে ফুলে যাওয়া বা প্রদাহ যুক্ত ব্যথাকে কমিয়ে আনা। জয়েন্ট পেইন, মাসল পেইন বা মাংসপেশির ব্যথা এবং ব্যাক পেইন বা কোমর ব্যথাকে দূর করা। এটি দীর্ঘস্থায়ীভাবে কাজ করে থাকে অর্থাৎ হাফ লাইফ দীর্ঘ হবার কারণে দিনে একবার খেলেও অনেকক্ষণ ধরে কাজ করে।
এটি যেহেতু ১০০০ মিলিগ্রাম তাই দিনে একবার খাওয়া হয় অথবা দিনে দুইবার খেতে চাইলে ৫০০ মিলিগ্রাম করে ডাক্তারের পরামর্শ মতে খাওয়া যাবে। তবে এর ডোজ বা মাত্রা কেবল একজন বিশেষজ্ঞ ডাক্তারই ঠিক করে দেবেন তাই এর ডোজ বা মাত্রা নির্ধারণের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরী।
আরো পড়ুনঃ পেভিসন ক্রিম কিসের কাজ করে
nabumetone 500 bangla কাজ ও ব্যবহার পদ্ধতি
- আপনার ডাক্তারের পরামর্শ অনুসারে এই ওষুধটি মৌখিকভাবে নিবেন। সাধারণত এটি দিনে একবার বা দুবার এক গ্লাস পানির সাথে সেবন করবেন।
- আপনি যদি এই ওষুধটি নিয়মিত না করে প্রয়োজনের ভিত্তিতে সেবন করেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে, ব্যথার প্রথম দিকেই ওষুধ সেবনের চেষ্টা করার তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন।
- আর যদি এমন হয় যে ব্যথা অসহ্য না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তবে এই ওষুধটির কার্যকারিতা কমে যেতে পারে অর্থাৎ ওষুধটি আপনার দেহে কম কার্যকর হতে পারে।
- এটি খাওয়ার পরে যদি আপনার পেটে অস্বস্তি দেখা দেয় তবে পেটের অস্বস্তি কমাতে এটি খাবার, দুধ বা অ্যান্টাসিডের সাথে সেবন করুন।
- খেয়াল রাখবেন এই ওষুধের সময় মত গ্রহণ করা অতীব জরুরী। আপনি যদি একটি ডোজ ভুলে যান তবে একটি নতুন সময়সূচির ব্যবস্থা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে পরামর্শ করুন। তাদের পরামর্শ মতে আরেকটি নতুন ডোজ নিবেন কিন্তু ভুলেও ডোজ দ্বিগুণ করবেন না।
nabumetone 500 price in bangladesh
- nabumetone 500 mg এর প্রতি ট্যাবলেটের দাম বাজারের সর্বোচ্চ খুচরা মূল্য ১৫ টাকা। এটি সাধারণত এক পাতায় ১০ করে ট্যাবলেট থাকে এবং প্রতি বক্সে তিনটি পাতা থাকে তাই এক বক্সে ৩০টি nabumetone 500 পাওয়ারের সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫০ টাকা।
- nabumetone 750 mg এর প্রতি ট্যাবলেটের দাম বাজারের সর্বোচ্চ খুচরা মূল্য ২২ টাকা। এটি সাধারণত এক পাতায় ১০ করে ট্যাবলেট থাকে এবং প্রতি বক্সে তিনটি পাতা থাকে তাই এক বক্সে ৩০টি nabumetone 750 পাওয়ারের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৬০ টাকা।
- nabumetone 1000 mg এর প্রতি ট্যাবলেটের দাম বাজারের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা। এটি সাধারণত এক পাতায় ৬টি ট্যাবলেট থাকে এবং প্রতি পাতার দাম ১৮০ টাকা।
নাবুমেটোন সেবনে সতর্কতা
- মনে রাখবেন এটি প্রতিদিন একবার বা দুইবার ৫০০ মিলিগ্রাম করে সেব্য। এটি একটি সাধারণ ডোজ বা মাত্রা তবে রোগীর অবস্থা অনুযায়ী একজন বিশেষজ্ঞ ডাক্তার এর ডোজ বা মাত্রা নির্ধারণ করবেন। তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে এটি সেবন করা জরুরী।
- যে সকল রোগীরা গ্যাস্ট্রিক বা আলসারে ইতিপূর্বেই ভুগছেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবন করবেন।
- যাদের কিডনি বা লিভারের সমস্যা বা রোগে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না।
- গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে একটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না।
- এটি দীর্ঘদিনের ব্যবহার কার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। তাই ডাক্তারের পরামর্শ মেনেই এটি শেয়ার করা উচিত।



ব্লগ টু বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url